ইরানে ১৮০ যাত্রী নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত

ইরানের তেহরানে ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে ১৮০ যাত্রী ও ক্রু নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার বোয়িং ৭৩৭-৮০০ জেট উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত উড়োজাহাজের কোনো আরোহী বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ক্রুসহ ১৮০ জন আরোহীর সবাই মারা গেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএসের টুইটার অ্যাকাউন্টে বিধ্বস্ত বিমানের কিছু ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে উড়োজাহাজের টুকরো টুকরো অংশ ছড়িয়ে রয়েছে।

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ বুধবার ভোরে সূর্যের আলো ফোটার আগে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ালাইনসের উড়োজাহাজটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রওনা দেয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে খামেনি বিমানবন্দরের নিকটে রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমের শহরতলী পারান্দ এলাকায় বিধ্বস্ত হয়।
Read More News

তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঘটে যাওয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার বিরুপ উত্তেজনার কারণে ঘটতে পারে। জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান বিধ্বস্তের খবর পাওয়া যায়।

ফ্লাইগ্রাডার ২৪ ফ্লাইট ট্র্যাকারের মতে, ইউক্রেনের ৭৫২ ফ্লাইটটি তেহরান সময় সকাল ৫ টা ১৫ মিনিটে ছেড়ে গিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তর্জাতিক বিমানবন্দর বরিসপিলে অবতরণ করার কথা ছিল। তবে বুধবার সকাল ৫টায় ছাড়ার কথা থাকলেও বিমানটি এক ঘণ্টা দেরি করে ৬ টা ১২টা উড্ডয়ন কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *