রোববার রাতে বান্ধবীর বাসায় যাবার সময়, রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সোমবার ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট।
ধর্ষণের শিকার শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেল হাসপাতালে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি জানান, ধর্ষক পরিচিত না হলেও, দেখতে চিনতে পারবে নির্যাতিতা শিক্ষার্থী।
তিনি বলেন, তার সাথে কথা বলে একজন শিল্পীকে দিয়ে ভাল করে ছবি আঁকালে আসামীকে চিহ্নিত করা সম্ভব।
Read More News
এ সময় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিন জানান, ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার মন থেকে এখনও কাটেনি ভীতি। তবে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। মানসিক শক্তিও ধীরে ধীরে বাড়ছে।
এরই মধ্যে মামলা স্থানান্তর করা হয়েছে ডিবিতে। পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন তারা।