শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ডাকসুর মোমবাতি প্রজ্জ্বলন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ও ঘটনার বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে।

সোমবার সন্ধ্যায় ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ডাকসুর নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। এসময় গোলাম রাব্বানী বলেন, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সে রকম বাংলাদেশও আইন সংস্কার করে বিধান প্রণয়ন দরকার।

এজিএস সাদ্দাম হোসাইন বলেন, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ডাকসুর নিপীড়ন বিরোধ মঞ্চ পিছু হাটবে না। বিচারেরর দাবিতে আমরা আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করবো।
Read More News

আগামীকাল সকাল ১০টায় ছাত্রলীগ রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদী আলপনা আঁকবে। দুপুর ৩টায় ছাত্র-শিক্ষক প্রতিবাদী সমাবেশ হবে। সন্ধ্যা ৬টায় নিপীড়ন বিরোধী মঞ্চ প্রতিবাদ জানাবে। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *