১০ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

১০ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন করেছেন।

রাত থেকে বৃষ্টির কারণে ইজতেমা ময়দানে টাঙানো সামিয়ানার কিছু স্থান ভেঙে পড়ায় শুক্রবার সকাল থেকে প্রস্তুতি কাজের কিছুটা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজেও গতি আসে মুসল্লিদের।

প্রতি বছরের মতো সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন ইজতেমার প্রস্তুতির কাজে। আগামী দু-একদিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে। দেশি-বিদেশি মুসল্লিদের চলাফেরা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
Read More News

অর্ধশত বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম জমায়েত। গত বছর ইজতেমাকে ঘিরে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে দুই পর্বে ইজতেমা আয়োজন হয়। এবারও মাওলানা জেবায়ের অনুসারীরা ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দ কান্দলভীর অনুসারীরা ইজতেমা পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *