শুক্রবার (২৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত রবিবার ছবিটি। একই সঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে কলকাতার ছবি রবিবার। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ। আর এই সাফটা চুক্তির আওতায় অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের আমদানি করা এই ছবিটির বিপরীতে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ছবি আবার বসন্ত।
কোন এক রবিবার মুখোমুখি দেখা হয় দুই প্রাক্তনের মাঝে এসে দাঁড়ায় মান-অভিমানের স্মৃতিরা। এমনই গল্পে ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ। সিনেমার নাম রবিবার। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বাংলাদেশের জয়া আহসান ও পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Read More News
ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রন।
চলতি বছরের শেষে ওপার বাংলায় মুক্তির কথা থাকলেও আসছে বছরের ৩ জানুয়ারি এপার বাংলায় আলোর মুখ দেখবে ছবিটি।
সাফটা চুক্তির আওতায় দুই বাংলায় একইদিন ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সেন্সর জনিত কারণে পরিবর্তন করা হয় বাংলাদেশে মুক্তির তারিখ।
রবিবার সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ছবি আবার বসন্ত।