বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ বিপিএলের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এসে ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।
Read More News
প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।
রাত ১০টায় ক্যাটরিনা স্টেজে আসেন। ক্যাটরিনার পরে মঞ্চে আসেন সালমান খান। সালমান খান ১০ মিনিট পারফর্ম করেন। এরপর সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স করেন ও সকলের উদ্দেশ্যে কিছু সময় কথা বলেন। সালাম বাংলাদেশ, সালাম ঢাকা বলে কথা বলা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমান খান ও ক্যাটরিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মঞ্চ ত্যাগ করেন।