এতদিন যে শুভশ্রীকে দর্শক পেয়ে এসেছেন এই শুভশ্রী তার তুলনায় একেবারেই আলাদা। চিরাচরিত বাণিজ্যিক ছবি নয়, বরং অন্যধারার ছবি বেছে নিয়েছেন তিনি। এবছর রাজের ছবি পরিণীতা দিয়েই তাঁর কামব্যাক হল। রাজের পরবর্তী ছবি ধর্মযুদ্ধতেও তিনি রয়েছেন। তার পাশাপাশি আরও একটি নতুন ছবির ঘোষণা করলেন তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরবর্তী ছবি বিসমিল্লা-তে একটি প্রধান চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
Read More News
শুভশ্রী তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানোর পরই বয়ে যায় শুভেচ্ছার বন্যা। শুভশ্রী ছাড়াও এই ছবিতে আছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋদ্ধি সেন। শোনা যাচ্ছে ঋদ্ধির বিপরীতেই দেখা যাবে শুভশ্রীকে। নতুন বছরেই শুরু হবে এই ছবির শ্যুটিং।
ধর্মযুদ্ধেও শুভশ্রী ছাড়া রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্ট লুক। এখানেও চিরাচরিত গ্ল্যামারাস শুভশ্রী নন, একেবারে ডি-গ্ল্যাম লুকেই দেখা যাবে তাঁকে। সূত্রের খবর অনুযায়ী রাজনৈতিক প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে এই ছবি।