ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি অন্তঃসত্ত্বা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি দুই মাসের অন্তঃসত্ত্বা বলে চাউর হয়েছে মিডিয়া পাড়ায়। এজন্য ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর শুটিং খুব দ্রুত শেষ করছেন। এছাড়া জানুয়ারিতে তিনি জানুয়ারিতে অভিনয় থেকে বিরতি নেবেন বলেও শোনা যাচ্ছে।

‘এএনআর অ্যাওয়ার্ড’ শোয়ে অংশ নিতে সামান্থার অপারগতার পর জোরালো হয়েছে এই গুঞ্জন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন অভিনেত্রী। মা হওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
Read More News

দুই মাসের অন্তঃসত্ত্বা বলে চাউর হয়েছে মিডিয়া পাড়ায়। এজন্য ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর শুটিং খুব দ্রুত শেষ করছেন। তিনি জানুয়ারিতে অভিনয় থেকে বিরতি নেবেন বলেও শোনা যাচ্ছে।

‘এএনআর অ্যাওয়ার্ড’ শোয়ে অংশ নিতে সামান্থার অপারগতার পর জোরালো হয়েছে এই গুঞ্জন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

সামান্তা আক্কিনেনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পে ​​কাজ করেন; এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরষ্কার অর্জন করেছেন। সামান্থা ভারতের চেন্নাই রাজ্যে বেড়ে ওঠেন এবং ছেলেবেলাতেই মডেলিং পেশার প্রতি আকৃষ্ট হয়েছিলেন।

২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন অভিনেত্রী। মা হওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেবেন বলেও জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *