শনিবার ৮-এ পা রাখল অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন। আরাধ্যার জন্মদিন উপলক্ষ্যে জুহুতে বিশেষ পার্টির আয়োজন করেছে বচ্চন পরিবার। সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছেন অমিতাভ বচ্চন। অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও।
তবে নাতনির জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছেন তিনি। এবছর বচ্চনদের দিওয়ালির পার্টিও ছিল জমজমাট। আর এবার আরাধ্যার জন্মদিন। প্রতি বছরই আরাধ্যার বার্থ ডে পার্টির অভিনব থিম থাকে। তবে এবছরেরটা এখনও কিছু জানা যায়নি। সন্ধে হতেই একে একে উপস্থিত হতে শুরু করেছেন অতিথিরা। বাবা শাহরুখ খানের হাত ধরে বড়দের মত কায়দা করে এক পকেটে হাত দিয়ে ঢুকল আব্রাম।
Read More News
রুহি আর যশকে নিয়ে আসলেন করণ। রীতেশ আর জেনেলিয়া এলেন তাঁদের দুই সন্তানকে নিয়ে। ছেলেকে সঙ্গে নিয়ে এলেন সোনালি আর গোল্ডি বহেল। পার্টি শুরু হয়েছে সন্ধ্যে ৭টা থেকে। যত রাত গড়িয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে অতিথির সংখ্যা।
Supreme Watches News