‘তুমি একজন স্পেশ্যাল পার্সন’ :ক্যাটরিনা

বলিউডের নায়ক আদিত্য রায় কাপুর শনিবার ৩৪ বছরে পূর্ণ করলেন। বন্ধু, সহকর্মী এবং ফ্যানেরা তাঁকে প্রাণ ভরে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বলিউডের ক্যাট সুন্দরী আদিত্যর জন্য লেখা বার্থডে নোটটিতে একটি বিশেষ মাত্রা যোগ করে দিয়েছেন।

‘বিশেষ ব্যক্তি’-এর জন্য জন্মদিনে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা। সেই ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘তুমি একজন স্পেশ্যাল পার্সন। জন্মদিনে তোমায় অনেক ভালোবাসা, শুভেচ্ছা।’ জন্মদিনে আদিত্যর সঙ্গে ছবি পোস্ট করে ‘ফিতুর’ কো-স্টারকে ওই স্পেশ্যাল ম্যাসেজ দিয়েছেন ক্যাটরিনা।
Read More News

২০০৯ সালে ‘লন্ডন ড্রিমস’ ছবিতে বলিউড অভিষেক করেছেন আদিত্য রায় কাপুর। বিদ্যা বালন তাঁর বৌদি। নজর কেড়েছে ‘আশিকি টু’, ‘অ্যাকশন রিপ্লে’,’ওকে জানু’, ‘গুজারিশ’ ছবিগুলিতে। আগামী দিনে পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজ করবেন তিনি। রয়েছে মোহিত সুরির ‘মালাঙ্গ’ ও মহেশ ভাটের ‘সড়ক টু’-এর কাজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *