সম্প্রতি দীপিকা পাডুকোন এবং রণবীর সিং হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে। তাঁরা একবার প্রমাণ করে দিয়েছেন সাফল্য, খ্যাতি, প্রতিপত্তি কখনও বন্ধুত্বের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না।
দীপিকা তাঁর প্রিয় বন্ধু ঊর্বশী কেসওয়ানির মেহন্দির অনুষ্ঠান থেকে হাজির ছিলেন। রণবীর যোগ দেন সঙ্গীতের অনুষ্ঠানে। Gully Boy-এ গাওয়া তাঁর বিখ্যাত র্যাপ ফের গেয়ে শোনান উপস্থিত অতিথিদের। নাচে গানে দীপবীর জমিয়ে দিয়েছিলেন বিয়ের আসর। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লেন দীপিকা।
Read More News
ইনস্টাগ্রাম স্টোরিজ-এ থার্মোমিটার আইকন দিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন দীপিকা। প্রিন্টেড কুর্তায় খোলা চুলে তাঁকে বেশ অসুস্থই লাগছে। সেই সঙ্গে লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বেশি হুল্লোড় করলে এমনটাই হয়!’ দ্রুত সুস্থ হয়ে উঠুন দীপিকা, ভক্তদের এখন একটাই প্রার্থনা।