বাংলাদেশে ডিজেল রফতানি শুরু করল ভারত

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নুমালিগড় তেল শোধনাগার (এনআরএল) থেকে বাংলাদেশে ডিজেল রফতানি করা শুরু করল ভারত। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ট্রেনে করেই এই জ্বালানী তেল বাংলাদেশের উদ্যেশ্যে পাঠানো হল।  এদিন শিলিগুড়ির মার্কেটিং টার্মিনাল থেকে পতাকা নাড়িয়ে তেলবাহী ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ভারতের পেট্রোলিয়াম ও গ্যাসমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এসময় সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং’এর বিজেপি দলের সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়া, ভারতের তেল, রেল মন্ত্রালয় ও কাস্টমসের শীর্ষ কর্মকর্তারা।  ভারতের রাষ্ট্রায়ত্ব জ্বালানী তেল সংস্থা অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। ভারত-বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে ইউরো-থ্রি গ্রেডের ২২০০ টন (২৭০০ কিলোলিটার) ডিজেল রফতানি করা হবে। ভারতীয় রেলের ওয়াগন করে শিলিগুড়ি দিয়ে বাংলাদেশের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পর্যন্ত এই ডিজেল সরবরাহ করা হবে। শিলিগুড়ি দিয়ে ভারতীয় রেলের ৪২টি ওয়াগন (প্রতিটিতে ৬৪ কিলোলিটার তেল ধরে) সম্বলিত একটি ট্রেনে করে প্রায় ৫১৬ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৯ মার্চ পৌঁছবে পার্বতীপুরে। ওইদিন সেই তেলবাহী ট্রেনটিকে স্বাগত জানাবেন বাংলাদেশের গ্যাস ও তেল মন্ত্রী। ওএনজিসি বিবৃতিতে বলা হয়, গত বছরের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফরেই জ্বালানী তেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে পাইপ লাইন বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এই প্রকল্প বাস্তবায়িত করতে ১৩৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মধ্যেই দিয়ে বাংলাদেশে এই তেল সরবরাহ করা হবে। এরমধ্যে ১৩০ কিলোমিটার বাংলাদেশের অংশে এবং বাকী ৫ কিলোমিটার পাইপ লাইন বসানো হবে ভারতীয় অংশে। অাসাম থেকে শিলিগুড়ি হয়ে এই পাইপ লাইন যাবে পার্বতীপুরে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *