অভিনেত্রী স্বরা ভাস্করকে বিজ্ঞাপনের শুটিংয়ে একটি ৪ বছরের শিশু আন্টি বলে ডাকায় সেই শিশু শিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন স্বরা ভাস্কর।
সম্প্রতি স্বরা ভাস্করের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি কমেডি শোয়ে হাজির হন স্বরা। সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোনও একটি দক্ষিণী বিজ্ঞাপনের শুটিং করছিলেন তিনি। সেখানে ৪ বছরের এক শিশু তাকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান সারা। ৪ বছরের ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন অভিনেত্রী। শুধু তাই নয়, ওই শিশুকে শয়তানের বংশধর বলেও উল্লেখ করতে শোনা যায় স্বরাকে।
Read More News
বলিউড অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব হন নেটিজেনরা। ৪ বছরের এক শিশুকে কীভাবে অশালীন ভাষা প্রয়োগ করে গালাগালি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে গোটা ভারতে আন্টি বলে ডাকা হবে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। ওই ঘটনার পরই স্বরা ভাস্করের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়।