দাদাগিরি’তে অন্যরকম মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় গত কয়েক বছর ধরেই জি-বাংলার দর্শকনন্দিত শো হিসেবে প্রচার হচ্ছে ‘দাদাগিরি’। আর বুধবার রাত ১০টায় এ অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ এ পর্বে রুনা লায়লার উপস্থিতি বেশ চমক তৈরি করেছিল। তবে মজার বিষয় হলো এদিন প্রচার হওয়া এ শোটি বাংলাদেশে নয়, ভারতে বসেই উপভোগ করেছেন রুনা। কারণ দাদা সাহেব ফালকে পুরস্কারের একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে তিনি তিন দিন আগেই মুম্বই গেছেন। আজ ঢাকায় ফিরবেন তিনি। এদিকে ‘দাদাগিরি’র এ বিশেষ পর্বে খয়েরি রঙা শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী। ‘দাদাগিরি’র বিশেষ এ পর্বটি সাজানো হয়েছিল ৫ জন প্রখ্যাত শিল্পীকে নিয়ে। রুনা লায়লার বাইরে বাকি শিল্পীরা হলেন- ভারতের আরতি মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ ও সাধনা সরগম। অনুষ্ঠানে বিখ্যাত ‘দামা দম মাস্ত কালান্দার’ গানটি গেয়ে শোনান রুনা। তার এ জমকালো পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানটি যেন অন্য মাত্রা পেয়েছিল। পুরো অনুষ্ঠানটি নিজের আপন ভঙ্গিমায় মাতিয়ে রাখেন রুনা। এ অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন এ সংগীত কিংবদন্তি। যারা এ অনুষ্ঠানটি দেখেছেন তারা সবাই ভূয়সী প্রশংসা করেছেন রুনা লায়লাকে। অনুষ্ঠানে নিজের অনবদ্য উপস্থিতির মাধ্যমে অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন রুনা লায়লা, যা দর্শকদের মনে থাকবে দীর্ঘদিন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *