মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় শোনার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্য আসামিরা এ মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে মারধর করেন।
বেলা ১১টায় ফাঁসির আদেশের পর ১৬ আসামিকে কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রিজনভ্যানে তোলার সময় কেউ কেউ কাঁদছিলেন। প্রিজনভ্যানে তোলার পর অধ্যক্ষ সিরাজকে হঠাৎ করেই অন্য আসামিরা মারধর করতে থাকেন। সে সময় তাকে বুকে-মুখে চড়-থাপ্পড় মারা শুরু করেন। মারার সময় কেউ কেউ বলতে থাকেন, ‘তোর কারণে আমাদের ফাঁসি হয়েছে।’ পরে পুলিশ গিয়ে আসামিদের শান্ত করেন। এরপর প্রিজনভ্যান চলা শুরু করে কারাগারের দিকে।
Read More News
এর আগে নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।