ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তায় অনেককেই পিছনে ফেলে দিয়েছেন সারা আলি খান। তবে সম্প্রতি একটি পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন সারা।
Read More News
এমনিতে সারার স্বভাবের জন্য পাপারাৎজিরা তাঁকে খুবই পছন্দ করেন। জিম থেকে শ্যুটিং, এয়ারপোর্ট থেকে বাড়ি সব সময়ই ছবিশিকারিদের সঙ্গে হেসে হাত জোড় করে বিনয় নিয়ে কথা বলেন সারা আলি খান। তবে ফ্যাশন সেন্স নিয়ে ট্রোলিংয়ের শিকার সারা। সম্প্রতি একটি ছবিতে হলুদ টপ ও রিপড জিনস পরে দেখা গিয়েছে সারাকে। রিপড জিনসের সাজে সারাকে অত্যন্ত ফ্যাশনদুরস্ত দেখাচ্ছিল।
কিন্তু সেই পোশাক নিয়েই নেটিজেনের একাংশ সমালোচনা করে সারাকে আক্রমণ করতে শুরু করেন। কেউ তাঁকে লিখেছেন, ভিখারির মতো পোশাক পরেছেন সারা। কারও আবার মন্তব্য, পকেটে বিস্ফোরণ হয়েছে নাকি? একজন আবার আক্রমণ করে সারাকে লিখেছেন, কেউ এই ভিখারিকে পোশাক দাও। দিওয়ালি আসছে, কাপড় নেই।
যদিও সারা এই ট্রোল নিয়ে এখনও মুখ খোলেননি। কাজের দিক থেকে সারা এখন ব্যস্ত কুলি নং ১-এর রিমেক নিয়ে। বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন সারা। ১৯৯৫ সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর এই ছবিটি প্রথম করেছিলেন।
এর পর ইমতিয়াজ আলির রোম্যান্টিক ড্রামাতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাঁকে। সামনের বছর ভ্যালেন্টাইন্স ডে-তে ছবিটি মুক্তি পাবে।