সাবিলা নূর বিয়ের পিঁড়িতে

অভিনেত্রী সাবিলা নূর বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ২৫শে অক্টোবর ঢাকায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তাদের। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। ২৫শে অক্টোবর বিয়ে।
Read More News

২৪শে অক্টোবর ঢাকার একটি ক্লাবে গায়ে-হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭শে অক্টোবর হবে বউভাত। সাবিলা নূর বলেন, আমার কঠিন সময়েও আমার পাশে ছিল নেহাল। তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। ভক্তদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।

চাঁদপুরের ছেলে নেহাল বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের একমাত্র ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন। দুই ভাইবোনের মধ্যে নেহাল ছোট। অন্যদিকে চট্টগ্রামের মেয়ে সাবিলার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সাবিলা সবার ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *