ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জির বেশ সু-সম্পর্ক অভিনেত্রী মিথিলার সঙ্গে। এ সম্পর্কে নাকি ঘনিষ্ট সম্পর্কে রূপ নিয়েছে। তবে বিষয়টি মিথিলা একবারেই উড়িয়ে দিয়েছেন।
Read More News
দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় গিয়েছেন অভিনয়শিল্পী মিথিলা। সেখানে গিয়ে কলকাতার পূজামণ্ডপগুলোতে ঘুরে বেড়িয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যায় সৃজিত, প্রসেনজিৎসহ আরও কয়েকজন শিল্পীকে।
তবে এবার তাদের প্রেমের গুঞ্জনটা আরও শক্ত করলেন মিথিলা-সৃজিত। তারা নেপালে কেনাকাটা করতে গেছেন?
পূজার পরেই মিথিলা-সৃজিত উড়াল দিয়েছেন নেপালে। নেপালের নাগরকোট শহরে কেনাকাটা করতে দেখা গেছে তাদের। তাদের কেনাকাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে অনেকে ধারণা করছেন মধুর সম্পর্ক না থাকলে কেনই বা তা দুজনেই নেপালে কেনাকাটা করতে গেছেন। এরমধ্যে সৃজিতের জন্মদিনে মিথিলার হঠাৎ আগমন। এরপর পূজায় কলকাতা ভ্রমণ। সবমিলিয়ে দর্শক-ভক্তরা প্রশ্ন করতে পারেন মিথিলাকে।
সম্প্রতি মিথিলা বলেন, শুধুই বন্ধুত্ব আমাদের মাঝে। একজন ভালো বন্ধুই আরেকজন ভালো বন্ধুর সঙ্গে মিশবে এটাই সরল একটি বিষয়। সৃজিতের সঙ্গে তার কোনও প্রেমের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি ভক্তদের বিভ্রান্ত হতে নিষেধ করেন।