অভিনেত্রী লিসা হেডেন দ্বিতীয় বার মা হতে চলেছেন। গত অগস্টেই প্রথম সন্তান জ্যাক ও স্বামীর সঙ্গে একটি অসাধারণ ছবি পোস্ট করে খবর দিয়েছিলেন যে তিনি ফের একবার সন্তানসম্ভবা হয়েছেন।
৩৩ বছরের অভিনেত্রী ২ বছরের ছেলে জ্যাকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
Read More News
২০১৬-এ শিল্পদ্যোগী ডিনো লালভানিকে বিয়ে করেন লিসা। ২০১৭-এ প্রথম সন্তানের জন্ম দেন লিসা। জ্যাকের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন অভিনেত্রী। ২০১০-এ আইশা ছবিতে বলিউড অভিষেক হয়েছিল লিসার। এছাড়াও মডেলিং ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। দ্য শওকিন, অ্যায় দিল হ্যায় মুশকিল, রাসকালস ও হাউজফুল ৩-তে তাঁর অভিনয়গুণে মুগ্ধ হয়েছেন দর্শক।