নায়িকা অদ্রিজা রায় যে অনেক অল্প বয়সেই অভিনেত্রী হিসেবে সফল হয়েছেন তার পিছনে রয়েছে তাঁর পরিবারের অকুণ্ঠ উৎসাহ।
‘সন্ন্যাসী রাজা’-নায়িকা অদ্রিজা রায় যখন অভিনয় জগতে পা রাখেন, তখনও তিনি ছিলেন নাবালিকা। অথচ ‘বেদেনি মলুয়ার কথা’ ধারাবাহিকে রাজকুমারী ঊর্মিমালার অভিনয় দেখে বোঝার উপায় ছিল না যে তাঁর বয়স আঠেরো পেরোয়নি তখনও।
‘পটলকুমার গানওয়ালা’-তে সুভাগার চরিত্রে তাঁকে দেখে আরও উপায় ছিল না বোঝার।
Read More News
সময়টা বেশ ভালই যাচ্ছে‘মঙ্গলচণ্ডী’র খুল্লনা ওরফে অদ্রিজা রায়ের৷ পুজোর আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম বড় পর্দার কাজ, ‘পরিণীতা’৷ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি৷ এই ছবিতে নায়িকার বান্ধবীর ভূমিকায় নজর কেড়েছেন অদ্রিজাও ৷
এখন অবশ্য তিনি মন দিয়েছেন কালার্স বাংলার ধারাবাহিক ‘মঙ্গলচণ্ডী’তে৷ সেখানেই যথেষ্ট সফল অদ্রিজা৷