বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৮ বস্তা ছেঁড়া টাকা ফেলে দেয়া হয়েছে। টাকাগুলো মেশিনে কুচি কুুচি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে সোমবার রাত ৮টার দিকে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকটি বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
Read More News
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক জগন্নাথ কুমার ঘোষ সময় সংবাদকে বলেন, আমাদের গভর্নর মহোদয়ের অনুমোদন ক্রমে ছেঁড়া টাকা মেশিনে কুচি কুচি করে বর্জ্য হিসেবে ব্যবহার করা হয়েছে।