প্রকাশিত হয়েছে Fortune India-র ২০১৯ সালের সেরা ৫০ সবচেয়ে ক্ষমতাবান মহিলাদের তালিকা। আর সেই তালিকায় সবচেয়ে কনিষ্ঠ অ্যাচিভারের নাম হচ্ছে অনুষ্কা শর্মা। তিনিই এই তালিকায় সর্বকনিষ্ঠ এবং জায়গা করে নিয়েছেন ৩৯ নম্বর স্থানে। তিনিই বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি এই সম্মানীয় তালিকায় জায়গা পাকা করতে পেরেছেন।
অনুষ্কা সম্পর্কে Fortune India লিখেছে, ‘শর্মা শুধুমাত্র ক্লোদিং লাইন বা অন্যান্য ব্র্যান্ড যেমন নিভিয়া, এল ১৮, মিন্ত্রা বা লাভির মুখই নন। তিনি একজন প্রযোজকও বটে। মাত্র ২৫ বছর বয়সে তিনি শুরু করেন তাঁর প্রযোজনা সংস্থা Clean Slate Films। এখনও পর্যন্ত তিনটি কম বাজেটের ছবি তৈরি করেছেন—NH10, Phillauri এবং Pari। তিনটিই বক্স অফিসে যথেষ্ট সফল। বলিউডের পাশাপাশি নেটফ্লিক্স-এর সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে তাঁর সংস্থা। প্রযোজনা করবেন একটি চলচ্চিত্র বুলবুল এবং একটি ওয়েব সিরিজ Mai। এখানেই শেষ নয়। অ্যামাজন প্রাইমের জন্যেও একাধিক ওয়েব সিরিজ প্রযোজনা করছে তাঁর সংস্থা।’
Read More News
এই তালিকায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের সঙ্গে একই স্থানে রয়েছেন প্রযোজক একতা কাপুরও।