‘শ্রীলেখা’ নগ্নতার জবাব দিলেন

আনলিমিটেড ইন্টারনেট এবং ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে নগ্নতা এখন ঘরের দোরগোড়ায়। ইউটিউব খুলে অশ্লীল ভিডিয়ো দেখতে সবাই সিদ্ধহস্ত। শিক্ষাগত যোগ্যতার ছিঁটেফোঁটাও লাগে না সেখানে। যার ফলে নগ্নতা এখন হাতের মুঠোয়। আর সেরকম ভিডিয়োতে যদি দেখা মেলে কোনও তারকার তাহলে তো কথাই নেই। মাত্র কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন শ্রীলেখা মিত্র। দিন যতই গড়াচ্ছে বাড়ছে সাবস্ক্রাইবারের সংখ্যা। হঠাৎই এক যুবক শ্রীলেখাকে প্রশ্ন করে বসলেন, এই চ্যানেলে নগ্ন কোনও ছবি পাওয়া যাবে কিনা, তবেই তিনি সাবস্ক্রাইব করবেন।
Read More News

এর মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। আমি শ্রীলেখাতে এবার তিনি ভিডিয়ো শুরু করলেন একটু অন্যভাবে। ক্যামেরার সামনে প্রথমে তিনি একটি শাড়ি জড়িয়ে আসেন। তারপর একটানে শাড়ি খুলে শার্টের বাটন খুলতে শুরু করেন। এরপরপই তিনি চলে যান সোজা কুমোরটুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *