কবীর সিং-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কিয়ারা আডবানী। তারও আগে লাস্ট স্টোরিজ ওয়েবসিরিজি স্বমেহনের দৃশ্যে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মী বম্ব ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত কিয়ারা আডবানী।
ইনস্টাগ্রামে মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করেন। বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে তালিকায় রয়েছেন সুস্মিতা সেন, দিশা পাটানি, দীপিকা পাড়ুকোনরা। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন কিয়ারা আডবানী। কালো জিম ড্রেসে এবার কিক-বক্সিং করলেন কিয়ারা।
Read More News
এম এস ধোনিতে বলিউড অভিষেক করে দর্শকের জনপ্রিয়তা পেয়েছেন কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় এবার এমন ভূমিকায় তাঁকে দেখতে পেয়ে আরও খুশি ফ্যানেরা।
Supreme Watches News