এবার ওয়েবসিরিজে সেনসরশিপ

ওয়েব সিরিজ মাত্রই যে সাহসী পদক্ষেপ, খোলামেলা কনটেন্ট তা কে না জানে। সিনেমায় যা দেখানো যায় না বা যে সব বিষয় সম্বন্ধে ভাবা যেত না তাই কিন্তু তুলে ধরা যেত ওয়েব সিরিজে। এ কথা মানেন পরিচালকেরাও।
Read More News

কিন্তু এবার ওয়েব সিরিজের নির্মাতারা নিজেরাই চাইছেন নিজেদের উপর কিছুক্ষেত্রে আরোপিত হোক সেন্সরশিপ। সম্প্রতি দিল্লিতে VDO টিমের সঙ্গে বৈঠক হয় অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের। সেখানেই উঠে আসে, যেহেতু মানুষ এখন টেলিভিশনের পর্দা ছেড়ে মজেছেন ওয়েব সিরিজে সেহেতু চাইল্ড পর্নোগ্রাফি, ক্রাইম ইত্যাদি বিষয়গুলি নিয়ে সচেতন হয়ে কাজ করা উচিত। নেটফ্লিক্স, হটস্টার, এরোজ নাও, জি ফাইভ সকলেই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে কী রকম কনটেন্ট তাঁরা দেখাবেন। তবে বৈঠকে উপস্থিত সকলেই যে একমত হয়েছেন এমনটা নয়। কেনই বা নিজেদের উপর সেন্সরশিপ চাপাবেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে ওয়েব সিরিজের বিষয় নিয়ে তাঁরা আরও ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন। কিছুদিন পর সব প্ল্যাটফর্ম থেকে সিনেমা মুক্তির পরিকল্পনাও করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *