বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল জনপ্রিয় নেহা কক্কর। একের পর এক হিট গান দিয়ে আলোচনার কেন্দ্রে এ শিল্পী। তাঁর গায়কী, নাচ, সদা হাস্যোজ্জ্বল মুখ ভক্তমনে কাঁপন ধরায়। ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ২৬ মিলিয়ন। তাঁর যেকোনো ছবি বা ভিডিও প্রকাশমাত্রই ভাইরাল।
Read More News
ইনস্টাগ্রামে আজ একাধিক ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। সেখানেও তাঁর স্টাইল নজরকাড়া। ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণে গেছেন নেহা। সেখানেই ফটোশুট করেছেন। বাথটাবে পোজ দিয়েছেন নেহা।
‘ও সাকি সাকি’ শিল্পী পরেছেন নীল পোশাক। বাথটাবে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। হালকা মেকআপে দারুণ লাগছে নেহাকে। তিনটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে নেহা লিখেছেন, ‘উড়ছি। ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ লাখ ছাড়িয়ে গেছে লাইক-সংখ্যা। চলছে প্রশংসাসূচক মন্তব্য।
‘ইন্ডিয়ান আইডল’ ভারতের ছোটপর্দায় গানভিত্তিক অন্যতম পুরোনো ও জনপ্রিয় রিয়েলিটি শো। এবারের আসরেও বিচারকের আসনে থাকছেন নেহা কক্কর।