পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক মিসাইল গজনভীর পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল পাকিস্তান। ভারতের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ভূমি থেকে ভূমি মিসাইলের উত্ক্ষেপণ করে পাকিস্তান। মিসাইলের সফল পরীক্ষার কথা টুইটে জানিয়েছেন পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর।
Read More News
পাক সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল গজনভীর উত্ক্ষেপণ করেছে। এই মিসাই ২৯০ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। বাহিনীর প্রধানরা দলকে অভিনন্দন জানিয়েছেন। দেশকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারতের সঙ্গে ফের ঠাণ্ডা লড়াইয়ে নেমেছে পাকিস্তান। উত্তেজনা বেড়েছে সীমান্ত পারে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে প্রায়ই গুলিবর্ষণ করছেন পাক রেঞ্জার্সরা। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। বুধবার পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, অক্টোবর বা নভেম্বরে যুদ্ধ হবে। রাওয়ালপিন্ডিতে এক পাক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্ত্রীর দাবি, এটাই হবে শেষ ভারত-পাক যুদ্ধ।
Supreme Watches News