আলি আব্বাস জাফরের পরবর্তী ছবি খালি পিলি-তে জুটি হিসেবে দেখা যাবে ঈশান খট্টর এবং অনন্যা পান্ডেকে। বুধবার সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা। ঈশান তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেছেন সেই পোস্টার।
এবার আর বয় নেক্সট ডোর লুক নয়, এক্কেবারে সিক্স প্যাক অ্যাবস নিয়ে হাজির ঈশান। ঈশান ও অনন্যার একরাতের ট্যাক্সি সফরের কাহিনি বলা হবে এই ছবিতে। মুম্বইয়ের প্রেক্ষাপটেই তৈরি হবে এই ছবি। সেখানে কালো-হলুদ ট্যাক্সি পরিচিত কালি-পিলি নামেই।
Read More News
আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। মুক্তি পাওয়ার কথা ২০২০ সালের ১২ জুন।