রাজধানীর মুগদার মাণ্ডা এলাকা থেকে ‘ডেভিল কিং’ নামের একটি গ্রুপের ২৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের বয়স ১৭ বছর। বাকি ২০ জনের মধ্যে ১৯ জনকে তিন মাস ও একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন র্যাব-৩-এর ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
Read More News
গ্রেপ্তার হওয়া সবাই ইয়াবা সেবন করে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় এ গ্রুপের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়। কখনো কখনো ভাড়ায় গিয়ে মারামারি করে। এ ছাড়া উত্ত্যক্ত করা থেকে শুরু করে নানা রকম অপরাধে নিজেদের যুক্ত রাখত এই গ্রুপটি।