নিজের উদ্যমেই কেরিয়ার গড়েছেন ‘মিমি’

মিমি চক্রবর্তী ছোট থেকেই তিনি বেশ ডাকাবুকো। ক্যারাটে, নাচ সবেতেই চ্যাম্পিয়ন। জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে নিজের উদ্যমেই কেরিয়ার গড়েছেন। আর এখন তিনি একজন সফল অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব।

চলতি বছরে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর তাঁর দায়িত্ব বেড়েছে। সেই সঙ্গে চলছে নিজের পরবর্তী ছবির কাজ। প্রোডাকশন হাউস খোলার ভাবনাও ছিল তাঁর। সেই কাজ চলছে জোরকদমে। আর নিজের লোকসভা কেন্দ্র যাদবপুরের জন্য কাজ তো রয়েইছে। মিমির জার্নি শুরু হয়েছিল ছোটপর্দায় ‘গানের ওপারে’ দিয়ে।
Read More News

ফের তাঁকে দেখা যাবে ছোটপর্দায়। জি বাংলার বিশেষ অনুষ্ঠান একাই একশো তে। সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা নারীদের সাফল্যের কাহিনী উঠে আসে এই অনুষ্ঠানে। তাঁদের গল্প উদ্বুদ্ধ করে অন্যদের। সেখানেই এবার একটি বিশেষ পর্বে দেখা যাবে মিমিকে। যেভাবে দক্ষ হাতে সব সামলান। এই শোয়ের কনসেপ্ট প্রথম থেকেই খুব পছন্দের তাঁর। তাই অন্যান্য মহিলাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেই এই শোতে তিনি উপস্থিত থাকবেন। নিজের জীবনের লড়াইয়ের কথা বলে অনুপ্রেরণা দেবেন অন্যদের। আর এই সূত্রেই ছোটপর্দায় দেখা যাবে নায়িকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *