গত রোববার শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলন শুরু হয়েছে। যেখানে জলবায়ু পরিবর্তন আর বিশ্ব অর্থনীতির বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেদিকেই সবার নজর। তবে এরমধ্যে একটি ছবি সবার নজর কেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চুমু দেয়ার ছবিটি অনলাইনে রীতিমতো ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, বিশেষ করে টুইটারে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একেকজন নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে ওই ছবির।
Read More News
ছবিতে স্বামী ট্রাম্পের হাত ধরা অবস্থায় ট্রুডোকে চুমু খেতে যাচ্ছেন মেলানিয়া। ওই মুহূর্তে মার্কিন ফার্স্টলেডির ভঙ্গিতে অনেকেই ট্রুডোর প্রতি তার মুগ্ধতা খুঁজে পেয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ট্রুডোর ব্যক্তিত্বই এমন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির হাত ধরেও তাকে চুমু খেতে মন চায়! আরেকজন লিখেছেন, মেলেনিয়াকে দোষ দেয়া যায় না! ট্রুডোর আবেদনই এমন।
ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় চোখ নিচু করে রেখেছেন। চেহারাও বেশ বিমর্ষ। ট্রাম্পের এমন চেহারা নিয়েও ট্রল হচ্ছে টুইটারে।