আলোচিত বিকিনি এয়ারলাইন ভারতে তাদের ফ্লাইট চালু করতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। ইতোমধ্যে এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি।
ভিয়েতনামের বাজেট এয়ারলাইন ভিয়েতজেট বিকিনি এয়ারলাইন হিসেবে পরিচিত। ২০১১ সালে তারা বিকিনি পড়া ক্রুদের নিয়ে বিজ্ঞাপন দিয়ে আলোচনায় চলে আসে।
Read More News
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভিয়েতজেট আগামী ৬ ডিসেম্বর থেকে নয়াদিল্লী এবং হ্যানয় ও হো চি মি শহরের মধ্যে ফ্লাইট চালুর সব প্রস্তুতি শেষ করেছে।
৬ ডিসেম্বর থেকে বিকিনি এয়ারলাইন নয়াদিল্লী ও হো চি মিনের মধ্যে সপ্তাহের চারদিন-শুক্রবার, রোববার, সোমবার, মঙ্গলবার চারটি ফ্লাইট পরিচালনা করবে।
আর ৭ ডিসেম্বর থেকে হ্যানয় ও নয়াদিল্লীর মধ্যে প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার তিনটি ফ্লাইট পরিচালনা করবে।