ছবি তোলার জন্য ডাকতেই উনাদের গা মোচড়ামুচড়ি শুরু হয়ে গেল!
বড়পুত্র: মা আজকে ছবি না তুলি?
নিরুত্তর আমি উনাদের দিকে অনুরোধের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর-
বড়পুত্র: তাইলে একটু পরে তুলি?
আমি: (দীর্ঘশ্বাস ফেলে) ঠিক আছে ছবি তুলতে হবে না।
ছোটপুত্র: (তার হাতের খেলা স্থগিত রেখে উঠতে উঠতে) ওকে ছবি তুলবো- কিন্তু প্রমিজ করো ১০ মিলিয়ন ছবি তুলবা না! মাত্র ২ টা ছবি তুলবা।
Read More News