বলিউডের শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয়, নাচ ও হাসিমুখের গুণে দর্শকের মন জয় করেছেন । ২০০৯ সালে আলাদিন ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় জ্যাকলিনের।
Read More News
এর পর অবশ্য ফ্লপের মুখ দেখলেও কাজ থেমে থাকেনি। একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন নায়িকা। নিজেকে প্রমাণও করেছেন। দর্শকমনে জায়গা করে নিতেও দেরি হয়নি তাঁর। একইসঙ্গে জ্যাকলিনের ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের জন্যও তাঁর বিশাল ভক্তসংখ্যা।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নায়িকা। নিজের ইনস্টাগ্রামে মাঝে মাঝেই জীবনের টুকরো খবর শেয়ার করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে ছুটি কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কেড়েছে নেটিজেনের। এককথায় ভাইরাল এই পোস্টগুলি।
কাজের ক্ষেত্রে জ্যাকলিনকে আগামী একটি থ্রিলার ছবিতে দেখা যাবে। ছবিটির নাম ড্রাইভ। ছবির প্রযোজক করণ জোহর। ছবিতে জ্যাকলিনের সঙ্গে রয়েছেন সুশান্ত সিং রাজপুতকে। ছবিটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। জুনেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। নতুন দিন এখনও ঘোষণা করা হয়নি।