তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিয়ের জন্য পাত্র খুঁজছেন তার মা। ইতোমধ্যে তার পরিবারের সদস্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছেন।
গত বছর তিনি নাকি এক ডাক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেন অভিনেত্রী। এরপরেই শোনা যায়, তিনি নাকি বিদেশে কারও সঙ্গে প্রেম করছেন এবং তাদের বাগদান হয়ে গেছে। তবে এই সমস্ত বিষয় নিয়ে শেষ মেষ মুখ খোলেন তামান্না ভাটিয়া।
Read More News
তামান্না জানান, সবটাই গুজব। বিয়ে করতে চাইলে তিনি সবাইকে জানিয়ে করবেন। এই বিষয়ে লুকোনোর কিছু নেই। এ সময় তিনি অকপটে বলে দেন, তার মা বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তবে অভিনেত্রী কবে বিয়ে করবেন সেই বিষয় তিনি স্পষ্ট করে কিছু বলেননি। সম্ভবত এই বছরের শেষে বিয়ে করতে পারেন অভিনেত্রী, এমনটাই সূত্র মারফত জানা গেছে।