গ্ল্যামার দুনিয়ায় আনুষ্ঠানিকভাবে সুহানার প্রবেশ ঘটে Vogue India-র হাত ধরে। তাঁর কথা ভেবেই তৈরি হয়েছিল ভোগের সেই সংখ্য়া। এরজন্যে অবশ্য প্রবলভাবে সমালোচিত হতেও হয়েছিল। অনেকে দাবি করেছিলেন Vogue-এর মতো পত্রিকায় জায়গা করার মতো কোনও কাজ করেননি সুহানা।
Read More News
এবার আর শুধুমাত্র শাহরুখ-কন্যার পরিচয়ে নয়, নিজ গুণে তিনি সংবাদ শিরোনামে। সুহানা সম্প্রতি কাজ করেছেন তাঁর সহপাঠীর তৈরি একটি শর্ট ফিল্মে। The Grey Part of Blue নামের সেই ছবির পোস্টার শেয়ার করা হয়েছে অনলাইনে। ছবির পরিচালক থিওডোর গিমেনো তাঁর ইনস্টাগ্রাম পেজে ছবির পোস্টার শেয়ার করেছেন। কলেজের থিয়েটার গ্রুপে খুবই সক্রিয় সুহানা খান। পড়াশোনা শেষ করেই ছবির দুনিয়ায় পা রাখবেন তিনি, গুঞ্জন তেমনই শোনা যায়।