অনন্ত জলিল-বর্ষা নামে সবাই তাদের চেনেন। তবে দর্শক প্রিয় এই জুটি জানালেন, তাদের পূর্ব নাম ছিল আব্দুল জলিল ও খাদিজা।
Read More News
অনন্ত জলিল জানান, “ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। তখন আমার গৃহশিক্ষক আব্দুল জলিলের নামের অনুপ্রেরণায় বাবা আমার নাম রেখে দেন ‘আব্দুল জলিল’। পরবর্তীতে আমার বড় ভাই আমার ডাক নাম রাখেন ‘অনন্ত’। এই নামটি আমার খুব পছন্দ হয়। যে কারণে আমি এখন অনন্ত জলিল।”
অন্যদিকে বর্ষা জানান, ছোটবেলায় তার নাম ছিল ‘খাদিজা’। সেখান থেকে বড় হবার পর ঘটনাক্রমে তার নাম বর্ষা রাখা হয়। রুম্মান রশীদ খান ও সাকীর উপস্থাপনায় রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে।