বিভিন্ন ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন সিনেমায় কম দেখা যায়। তবে এর ফাঁকে স্টেজ শো মাতাচ্ছেন।
Read More News
নতুন খবর হচ্ছে, অপু বিশ্বাস ও গোলাম কিবরিয়া তানভীর সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন।
তানভীর বলেন, অপু দিদি এর সঙ্গে প্রথমবার কাজ করে খুব ভালো লেগেছে। আমরা হাসি ঠাট্টার মধ্যেই কাজ শেষ করেছি। তিনি এতো জনপ্রিয় একজন নায়িকা, তার সঙ্গে না মিশলে বুঝতাম না। তবে প্রথমদিক ফটোশুটে তাকে পেয়ে সঙ্গে ক্যামেরায় দাঁড়াতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু পরে দিদি’র আন্তরিকতায় নার্ভাসনেস কেটে গেছে। আশা করছি, আমাদের আরও কাজ হবে। ঈদ উপলক্ষে ব্রাইডাল শুট করেছেন তারা। ফটোগ্রাফি করেছেন আনোয়ার হোসাইন এনাম।