‘গাবরিয়েলা’ প্রেগনেন্সির পর ওজন ঝরিয়েছেন ২১ কেজি

মাত্র ১৫ দিন আগে সন্তানের জন্ম দেওয়া মায়ের ফিগার যে চোখের পলকে এমন হতে পারে তা অর্জুন রামপালের প্রেমিকা ‘গাবরিয়েলা দিমিত্রিয়াদেস’কে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এ যেন জাদুকাঠির ছোঁয়া। কিংবা হাইটেক সফ্টওয়্যারে করা বডি শেপিং।
Read More News

সুস্থ সন্তান জন্ম দেওয়ার পর ফের নিয়ম করে জিমে যাওয়া শুরু করেছিলেন। আর মাত্র দু’সপ্তাহের মধ্যেই তিনি ফিরে গিয়েছেন ওয়াশবোর্ড অ্যাবস এবং আওয়ার গ্লাস ফিগারে। নিজের এই ওজন কমানোর সফরনামা তিনি বেশ কয়েকটি ছবি দিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিজ-এ।

‘গাবরিয়েলা’ জানালেন প্রেগনেন্সির সময়ে তাঁর প্রায় ২১ ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু এই গোটা সময়ে কখনও ওয়র্কআউট বন্ধ করেননি তিনি। আগের মতো না হলেও সপ্তাহে ৫ দিন নিয়ম করে জিমে ঘাম ঝরাতেন। মনের খুশি মতো খেতেন কিন্তু পরিমিত পরিমাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *