গুঞ্জন চলছে সোনাক্ষী সিনহা নিশ্চিত কারও সঙ্গে প্রেম করছেন। নিশ্চিত করে কারও নাম সোনা না গেলেও, তখন সোনাক্ষীর নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল জাহির ইকবালের নাম। ‘নোটবুক’ ছবিতে জাহির প্রথম অভিনয় করেন। এই সম্পর্কের গুঞ্জন তিনি উড়িয়ে দিয়েছেন।
Read More News
তাঁর নতুন ছবি ‘খানদানি সাফাখানা’ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি জীবনে সম্পর্ক তৈরি করাটা মিস করি। এখন আমি প্রেমের পিছনে ধাওয়া করি না। ভালোবাসা কোনও না কোনও দিন আমার কাছে আসবে।’ সোনাক্ষী জানিয়েছেন তাঁর বাবা-মা চাইছেন তিনি একজন সুশীল যুবকের সঙ্গে যেন সম্পর্ক তৈরি করেন। ‘বামা-মা কিছুতেই চান না আমি কোনও বলিউড অভিনেতার সঙ্গে ডেট করি। বরং তাঁরা চান একটি ভদ্র যুবক, যার সঙ্গে বলিউডের বিন্দুমাত্র যোগ নেই, এমন পাত্রের সঙ্গে ডেট করতে।’ তবে তিনি এটা জানিয়েছেন অতীতে তিনি একজন অভিনেতার সঙ্গে ডেট করতেন। ‘সত্যি বলতে কি আমি একজন বলিউড সেলেব্রিটির সঙ্গে ডেট করেছি, কিন্তু কেউ জানতে পারেননি। এখনও কাউকে বলার ইচ্ছে নেই।’ তাঁর অভিনীত ‘খানদানি সাফাখানা’ মুক্তি পাবে এই সপ্তাহের শেষে। এর পরে তাঁকে দেখা যাবে ‘মিশন মঙ্গল’ এবং ‘দাবাং-৩’ ছবিতে।
এছাড়াও তাঁর দাবি তিনি বাবা মায়ের সঙ্গে সরাসরি কোনওদিন যৌনতা নিয়ে কথা বলেননি। এবং পর্দায় যে কোনও যৌনদৃশ্যে অভিনয় করতে তিনি স্বচ্ছন্দ নন।