ঐশ্বরিয়া, ক্যাটরিনার পর এবার কি হুমার প্রেমে সালমান? সম্প্রতি হুমাকে বিং হিউম্যানের একটি কিটস উপহার হিসাবে নায়িকাকে পাঠিয়েছেন সালমান খান। গিফটের সেই ছবি নিজের সোশ্যাল নেটওয়াকিং সাইটে পোস্ট করেছেন হুমা কুরেশি।
হুমার সঙ্গে সালমানের ছোট ভাই সোহেল খানের সম্পর্ক নিয়ে ইতিমধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে পানি ঘোলা। অনেকে মনে করছেন সালমানের এই গিফট খান পরিবারের হুমার প্রবেশের পথ নিশ্চিত করতেই। তবে এই ব্যাপারে মুখ খুলতে নারাজ দুপক্ষই।
Read More News
আপাতত সালমান ব্যস্ত আছেন সুলতানের শুটিংয়ে। একমুখ খোঁচা-খোঁচা দাড়ি, ছোট করে কাটা চুল, পেশীবহুল চেহারা, চোখমুখে হিংস্রতা। কিছুদিন আগেই নিজের ট্যুইটার ওয়ালে ‘সুলতান’-এর ফাস্ট লুক ঝুলিয়ে ছিলেন সালমান খান।