অর্জুন কাপুরের সঙ্গে নিউ ইয়র্ক থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন মালাইকা আরোরা। ফের একবার বেরিয়ে পড়লেন প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে পেতে। তবে এবার আর সঙ্গী অর্জুন নন।
Read More News
একদল গার্লফ্রেন্ডের সঙ্গে মালদ্বীপ বেড়াতে গেলেন মালাইকা আরোরা। সেখান থেকে নানা মুডের ও সময়ের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিজ-এ শেয়ার করেছেন তিনি। রয়েছে কয়েকটি ভিডিয়ো। শর্ট সাদা ড্রেসে জলে ভিতর দাঁড়ানো ছবিতে মোহময়ী মালাইকা। বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবিও শেয়ার করেছেন তিনি। পরেছেন রিক্স স্লিটের কালো লং ড্রেস।
মালাইকার ইনস্টাগ্রাম স্টোরিজ-এ ঝলক পাওয়া যায় বিচ, সমুদ্রেরও আপনাদের জন্যে রইল মালাইকার বিচ হলিডে-র এক্সক্লুসিভ সব ছবি।