আগের পক্ষের দুই মেয়ের পর এবার ছেলের বাবা হলেন ৪৬বছরের অর্জুন রামপাল৷ ১৪ বছর পর আবার সেই এক অনুভূতি! সদ্যজাত সন্তানকে কোলে তুলে নিলেন অর্জুন রামপাল৷ মডেল প্রেমিকা গ্যাব্রিয়েলা হলেন মা৷
Read More News
বৃহস্পতিবার ছেলে সন্তানের জন্ম দেন গ্যাবরিয়েলা৷ প্রথম পক্ষের সন্তানদের নিয়েই হিন্দুজা হাসপাতালে পৌঁছে যান অর্জুন৷ বৃহস্পতিবার ছেলে সন্তানের জন্ম দেন গ্যাবরিয়েলা৷ প্রথম পক্ষের সন্তানদের নিয়েই হিন্দুজা হাসপাতালে পৌঁছে যান অর্জুন৷
অর্জুনের আগের পক্ষের স্ত্রী মেহর৷ ২০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে গ্যাবরিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর৷ অর্জুন ও মেহরের ২ কন্যা সন্তান৷ একজনের বয়স ১৭, অন্যজন ১৪৷ ভাইকে দেখতে বাবার সঙ্গে হাসপাতালে পৌঁছে যান অর্জুনের মেয়েরা৷