ঈদুল আজহার নাটকে মোশাররফ করিম ও সাফা কবির

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাফা কবির প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন। ঈদুল আজহার জন্য নির্মিত ‘ডিল ডান কালাচান’ একটি নাটকে অভিনয় করেছেন তারা। রশিদুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। বর্তমানে নাটকটির শুটিং হচ্ছে সাভারের কিছু লোকেশনে।

নাটকের গল্পে দেখা যাবে মোশাররফ করিম পেশায় একজন দলিল লেখক হলেও তার ভবিষ্যদ্বাণী ফলে যায় শতভাগ। এভাবেই এলাকায় ‘বাজিগর’ হিসেবে পরিচিতি পায় তার চরিত্র।
Read More News

সাফা কবির বলেন, তপু খানের অসাধারণ গল্প ও লোকেশনে নাটকটিতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে অভিনয় করায় শুটিং সময়টাও দারুণ উপভোগ করছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *