স্বরূপকাঠিতে পুলিশের সামনে নির্বাচনী মিছিল ।

স্বরূপকাঠীর ১০টি ইউনিয়নের মধ্যে সংঘাতময় অন্যতম ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের এক সময়ের সর্বহারা সরদার নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বাবু শেখর সিকদার মারমুখি অবস্থায় গ্রামের নিরিহ মহিলাদেরকে দেশে মুসলমান রাখবো না বলে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
Read More News

সরেজমিনে, গত শনিবার ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামের মুসলিমপাড়া এলাকায় শেখর তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে তান্ডব চালানোর পর মুসলমানদের ভোট থেকে বিরত রাখার জন্য এই কাজ করেছে বলে জানায় স্থাণীয় জনগণ।

মিডিয়ার উপস্থিতিতে শেখরের তান্ডবের লোমহর্সক বর্ননা করেন উপস্থিত জনতা।
ঘটনাস্থলে ১০জনের অধিক রক্তাক্ত জখম ও আহত হয় এবং ধানের শীষ প্রতীকের সমর্থকদের প্রায় ৬টি মটর সাইকেল ভাংচুর করে ও তাদের পকেটে থাকা টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এব্যপারে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জাকির হোসেন নান্টু বলেন, শেখর আমার মটরসাইকেলসহ আমার কর্মী সমর্থকদের মটরসাইকেল ভাংচুর
করেছে এবং প্রতিনিয়ত আমার লোকদের হুমকি ও মারধর করছে। যদিও, উক্ত ঘটনা সম্পূর্ণ অশ্বিকার করে বাবু শেখর সিকদার বলেন, আমি এধরনের কোন কথা বলি নাই নান্টু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমার কর্মীদের মারধর করে আসছে। তবে শালিসি বাণিজ্য, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগের ঝুলি পাওয়া যায় উক্ত শেখর চেয়ারম্যান এর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *