২০০৪-এ মুক্তি পেয়েছিল মুসাফির ছবিটি। বক্স অফিসে তেমন দাগ কাটতে না পারলেও, সাড়া ফেলে দিয়েছিল এই ছবির গান সাকি সাকি। নাচের তালে তাক লাগিয়ে দিয়েছিলেন কোয়েনা মিত্র।
Read More News
১৫ বছর পর ফের সিলভার স্ক্রিনে সাকি সাকি গান। গানটি রিক্রিয়েট করা হয়েছে জন আব্রাহামের আগামী ছবি বাটলা হাউস-র জন্যে। বড় পর্দায় এই গানের সঙ্গে বেলি ডান্স করতে দেখা যায় গর্জাস নোরা ফাতেহিকে। নতুন গানটি গেয়েছেন নেহা কাক্কর এবং তুলসী কুমার। গানটি কমপোজ করেছেন তনিষ্ক বাগচি।
নিখিল আডবাণী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১৫ অগস্ট। জন আব্রাহাম ছাড়াও এই ছবিতে রয়েছেন ম্রুণাল ঠাকুর।