প্রথমবারের মতো টাবু যোগ দিলেন কঙ্গনার সঙ্গে

বলিউড তারকা টাবুর সর্বশেষ অভিনীত ছবি ‘আন্ধাধুন’ এবং ‘দে দে পেয়ার দে’। এই দুটো ছবিই বক্স অফিস ও সমালোচক উভয়ের কাছ থেকে বয়ে এনেছে সুখবর।

প্রথমবারের মতো টাবু যোগ দিলেন কঙ্গনার সঙ্গে ‘ঢাকাড়’ নামের একটি ছবিতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ঢাকাড়’ ছবির পোস্টার। সেখানে বলিউড তারকা কঙ্গনাকে দেখা গেছে দুই হাতে অস্ত্র তুলে নিতে। এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য হলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর আনার কথা চলছে।
Read More News

টাবু যেকোনো চরিত্র খুব গুরুত্বের সঙ্গে নেন। এই ছবিতে মারপিটে পারদর্শী একটা চরিত্র দরকার। আর সেই চরিত্রটার জন্য টাবুকে বলা হয়েছে। নতুন এ ছবিতে টাবুর চরিত্রটি নাকি কঙ্গনার মতোই সমান গুরুত্বপূর্ণ। ‘ঢাকাড়’ ছবির কাহিনি লিখেছেন চিন্তন গান্ধী ও রিনীশ রবীন্দ্র। ছবিটি পরিচালনা করবেন রজনীশ রাজি ঘাই। যৌথভাবে প্রযোজনা করবে সোহেল মাকলাই প্রোডাকশনস, অ্যাসাইলাম ফিল্মস এবং কুইকি ডিজিটাল মিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *