বলিউডে রণবীর ও দীপিকা জুটি নজর কেড়েছে লক্ষ মানুষের, তবে অফ স্ক্রিনেও সমান জনপ্রিয়। সম্প্রতি স্ত্রীকে নিয়ে করা রণবীরের একটি মন্তব্যে তাঁদের প্রেমের গভীরতাই ধরা পড়েছে। আর তাতেই ফ্যানেরা এককথায় মুগ্ধ।
Read More News
রণবীরকে জিগ্গেস করা হয় যে, দীর্ঘ ট্রিপের পর দীপিকা যখন বাড়ি ফেরেন তখন প্রথম দেখায় কী করেন রণবীর? নায়কের চটপট উত্তর, ‘আমি ওকে জড়িয়ে ধরে চুমু খাই।’ আরে ফ্যানেরা রণবীরের এমন উত্তরে একেবারে বোল্ড। জুটির এমন প্রেম দেখে অনেকেই বলছেন, এজন্য রণবীরকে তাঁরা চুমু খেয়ে ধন্যবাদ দিতে চান।
রণবীর ও দীপিকা এই মুহূর্তে ইউকে-তে রয়েছেন, সেখানে ‘৮৩-র শ্যুটিং চলছে, ছবিটির পরিচালক কবীর খান। রণবীরকে প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনী দেখানো হবে ছবিতে। দীপিকাকে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ছবিতেও।