‘সড়ক টু’ ছবির জন্য ফের গান গাইবেন আলিয়া ভাট। ‘হাইওয়ে’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য গান গেয়েছেন আলিয়া।
Read More News
এই প্রথমবার বাবা তথা বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া। মহেশও প্রায় দুবছর পর পরিচালনা করতে চলেছেন।
বাঙালি সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ইতোমধ্যেই গানটি প্রাথমিক ভাবে রেকর্ড করে ফেলেছেন আলিয়া। গানটি অবশ্যই রোম্যান্টিক নম্বর। জিৎ গঙ্গোপাধ্যায় নিজেই আলিয়াকে গান বুঝিয়ে দিয়েছেন। আলিয়ার পিচ ও ভয়েল মডিউলেশন নিয়েও নিজেই দায়িত্ব নিয়েছিলেন জিৎ। ছবির একটি গুরুত্বপূর্ণ সময় আলিয়ার গলায় এই রোম্যান্টিক গানটি শোনা যাবে। ফাইনাল ট্র্যাকটি আগস্টে রেকর্ড করা হবে। ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত ও পূজা ভাটকেও। আগামী বছর জুলাইতে মুক্তি পেতে পারে ছবি ‘সড়ক টু’।
Supreme Watches News