অভিনেত্রী সমীরা রেড্ডি ফের মা হলেন। শুক্রবার নবজাতকের ছবি শেয়ার করে নিজেই তাঁর ভক্তদের খবর দিয়েছেন নায়িকা। ছবিতেও রেখেছেন নতুনত্বের ছোঁয়া। সদ্যোজাত মেয়ের হাতে নিজের হাত রেখে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন সমীরা। হংস সমীরার প্রথম সন্তানের বয়স ৪।
মেয়ের ছবি শেয়ার করে সমীরা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ সকালেই আমাদের ছোট্ট পরী এসেছে। আমার বেবি গার্ল! ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য।
Read More News
সমীরার ফের মা হওয়ার সুখবরে একাধিক টেলিভিশন ও বলিউডের অভিনেতা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেগন্যান্সি চলাকালীন প্রায়ই ইনস্টাগ্রামে নতুন ছবি ও ভিডিয়ো শেয়ার করতেন সমীরা। তাঁর মুড সুইং, অ্যাডভেঞ্চারে ভরা জলের তলায় থাকা স্যুইমসুটের ফোটোশ্যুট সবই দর্শকের মন জয় করেছে।
২০১৪ সালে ব্যবসায়ী আকাশ ভারদের সঙ্গে বিয়ে করেছিলেন সমীরা।
Supreme Watches News